লেখাটি শেয়ার করুন

লেখাটিতে যা থাকছে

প্রাথমিক ধারণা

প্রেস রিলিজ হচ্ছে লিখিত তথ্য বিবরণী বা অনেক ক্ষেত্রে রেকর্ডকৃত অডিও ভিস্যূয়াল। বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যাক্তি নিজের বা নিজেদের গুরুত্বপূর্ণ ঘটনা, তথ্য প্রভৃতিকে প্রেস রিলিজ আকারে লিখে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে সংবাদ আকারে প্রকাশের জন্য প্রেরণ করে থাকে।

প্রেস রিলিজকে অনেক সময় নিউজ রিলিজ, মিডিয়া রিলিজ, প্রেস স্টেটমেন্ট কিংবা ভিডিও রিলিজও বলা হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে ই- মেইল, ফ্যাক্স কিংবা ডাকযোগে গণমাধ্যম প্রতিষ্ঠানের এ্যাসাইনমেন্ট এডিটর, চিফ রিপোর্টার কিংবা সাংবাদিক বরাবর পাঠানো হয়ে থাকে।

সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত জনসংযোগ কর্মকর্তারাই প্রেস রিলিজ তৈরি ও সেটা প্রেরণের দায়িত্ব পালন করে থাকে। প্রেস রিলিজ যেমন একইসাথে গণমাধ্যম প্রতিষ্ঠানের জন্য সংবাদের একটি বড় উৎস, তেমনি প্রেসরিলিজ প্রেরণকারী প্রতিষ্ঠানের ব্রান্ডিং, মার্কেটিং ও নিউজ কভারেজের একটি অসামান্য টুলস হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। এছড়া বেসরকারি প্রতিষ্ঠান কিংবা ব্যাক্তির পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন নীতি নির্ধারণী প্রতিষ্ঠানও প্রেস রিলিজ প্রেরণ করে থাকে। এগুলোকে অনেকক্ষেত্রে প্রেস নোট বা হ্যান্ড আউট বলা হয়ে থাকে।

প্রেস রিলিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে, প্রেস রিলিজের সংবাদমূল্য থাকতে হয়। একটি সংবাদে যেমন কোন ঘটনার আদ্যাপান্ত বিবরণ যেমন: ঘটনাটি কি, কোথায় ঘটেছে, কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, কখন ঘটেছে প্রভৃতির প্রশ্নের উত্তর দিতে হয়, তেমনি একটি প্রেস রিলিজ লেখার সময় উপরোক্ত সকল প্রশ্নের উত্তর বিবেচনা করতে হয়।

প্রতিদিন একটি পত্রিকায় অসংখ্য প্রেস রিলিজ জমা হয়, যেগুলো কিছু অংশ ঐ প্রত্রিকাটি প্রকাশ করে থাকে। কিন্তু বেশিরভাগ প্রেসরিলিজই সংবাদ আকারে প্রকাশিত হয় না। কিন্তু বেশিরভাগ প্রেস রিলিজ যে আলোর মুখ দেখে না, তার কারণ কি? আমরা গোটা কোর্স জুড়ে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করবো। একইসাথে কিভাবে প্রেস রিলিজ লিখলে সেটার সংবাদ আকারে প্রকাশের সুযোগ ও সম্ভাবনা বেড়ে যাবে, সেই পথও খোঁজার চেষ্টা করবো।

প্রেস রিলিজ কি, কেন

প্রেস রিলিজ হচ্ছে লিখিত তথ্য বিবরণী বা অনেক ক্ষেত্রে রেকর্ডকৃত অডিও ভিস্যূয়াল। বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যাক্তি নিজের বা নিজেদের গুরুত্বপূর্ণ ঘটনা, তথ্য প্রভৃতিকে প্রেস রিলিজ আকারে লিখে বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে সংবাদ আকারে প্রকাশের জন্য প্রেরণ করে থাকে।

প্রেস রিলিজকে অনেক সময় নিউজ রিলিজ, মিডিয়া রিলিজ, প্রেস স্টেটমেন্ট কিংবা ভিডিও রিলিজও বলা হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে ই- মেইল, ফ্যাক্স কিংবা ডাকযোগে গণমাধ্যম প্রতিষ্ঠানের এ্যাসাইনমেন্ট এডিটর, চিফ রিপোর্টার কিংবা সাংবাদিক বরাবর পাঠানো হয়ে থাকে।

সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত জনসংযোগ কর্মকর্তারাই প্রেস রিলিজ তৈরি ও সেটা প্রেরণের দায়িত্ব পালন করে থাকে। প্রেস রিলিজ যেমন একইসাথে গণমাধ্যম প্রতিষ্ঠানের জন্য সংবাদের একটি বড় উৎস, তেমনি প্রেসরিলিজ প্রেরণকারী প্রতিষ্ঠানের ব্রান্ডিং, মার্কেটিং ও নিউজ কভারেজের একটি অসামান্য টুলস হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। এছড়া বেসরকারি প্রতিষ্ঠান কিংবা ব্যাক্তির পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন নীতি নির্ধারণী প্রতিষ্ঠানও প্রেস রিলিজ প্রেরণ করে থাকে। এগুলোকে অনেকক্ষেত্রে প্রেস নোট বা হ্যান্ড আউট বলা হয়ে থাকে।

প্রেস রিলিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হচ্ছে, প্রেস রিলিজের সংবাদমূল্য থাকতে হয়। একটি সংবাদে যেমন কোন ঘটনার আদ্যাপান্ত বিবরণ যেমন: ঘটনাটি কি, কোথায় ঘটেছে, কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, কখন ঘটেছে প্রভৃতির প্রশ্নের উত্তর দিতে হয়, তেমনি একটি প্রেস রিলিজ লেখার সময় উপরোক্ত সকল প্রশ্নের উত্তর বিবেচনা করতে হয়।

প্রতিদিন একটি পত্রিকায় অসংখ্য প্রেস রিলিজ জমা হয়, যেগুলো কিছু অংশ ঐ প্রত্রিকাটি প্রকাশ করে থাকে। কিন্তু বেশিরভাগ প্রেসরিলিজই সংবাদ আকারে প্রকাশিত হয় না। কিন্তু বেশিরভাগ প্রেস রিলিজ যে আলোর মুখ দেখে না, তার কারণ কি? আমরা গোটা কোর্স জুড়ে এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজতে চেষ্টা করবো। একইসাথে কিভাবে প্রেস রিলিজ লিখলে সেটার সংবাদ আকারে প্রকাশের সুযোগ ও সম্ভাবনা বেড়ে যাবে, সেই পথও খোঁজার চেষ্টা করবো।

লেখাটি শেয়ার করুন:

সাম্প্রতিক লেখা

জনপ্রিয় লেখা

আরও লেখা পড়ুন

আমার
সম্পর্কে

আমি নাসিমূল আহসান। পড়াশুনা করেছি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। বর্তমানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) সহকারী প্রশিক্ষক হিসেবে কর্মরত আছি। পাশাপাশি পাটপণ্যের বহুমখিকরণ, বিপনন ও গবেষণা প্রতিষ্ঠান ‘ইউজুট’ এর সহ-প্রতিষ্ঠাতা ও বিশেষায়িত কনটেন্ট মার্কেটিং এজন্সি ‘কনটেন্টো’র প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছি।