অল্প স্বল্প
গল্প
গল্পের খোয়াড়ে স্বাগতম। প্রতিদিনকার নানা ভাবনা, পড়াশুনাগুলো এখানে আপনার সঙ্গে ভাগ বাটোয়ারা করে নেয়ার সুযোগ তৈরি করেছি। আপনার যে কোন জিজ্ঞাসা জানাতে পারেন এখানে। যুক্ত হতে পারেন যৌথতায়।
যা কিছুই করো, ভালোবেসে করো
-ওজি ম্যাডিনো
স্বপ্ন দেখে যাই...
আমি নাসিমূল আহসান। পড়াশুনা করেছি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। বর্তমানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) সহকারী প্রশিক্ষক হিসেবে কর্মরত আছি।
পেশাগত দায়িত্বের বাইরে বাংলাদেশের পাটশিল্প, লোকজ ঐতিহ্য ও কারু শিল্প প্রভৃতি বিষয়ে আগ্রহ আছে। সে জায়গা থেকে ‘ইউজুট’ নামের একটি উদ্যোগের সহ-প্রতিষ্ঠাতা হিসেবে আছি ।
আমার
সম্পর্কে
আমি নাসিমূল আহসান। পড়াশুনা করেছি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। বর্তমানে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশে (পিআইবি) সহকারী প্রশিক্ষক হিসেবে কর্মরত আছি। পাশাপাশি পাটপণ্যের বহুমখিকরণ, বিপনন ও গবেষণা প্রতিষ্ঠান ‘ইউজুট’ এর সহ-প্রতিষ্ঠাতা হিসেবে দায়িত্ব পালন করছি।